Thursday, June 27, 2013

বিধিবদ্ধ সতর্কীকরণ Bengali Poem by Ankan Basu



বিধিবদ্ধ সতর্কীকরণ 

একটা খাদের ধরে বাবা-মায়েরা সাইন বোর্ড লাগিয়েছেন।
লেখা "নীচে বরবাদী এবং প্রেম"
কিছু কিছু অবাধ্য খোকা খুকিরা তবুও উঁকি মারছে,
টুপ করে পড়ে যাচ্ছে কেউ,
ধোঁয়া হয়ে উঠে আসছে কান্সার, দুর্গন্ধ (প্রেম নয়তো?).

আর নীচে, কতগুলো বিড়ি পাতার বাবসাদার 
বিড়ি গাছে জল দিচ্ছে। 

গল্পের গরু গাছে উঠলে 
কবিতার গরু সর্গলাভ তো করবেই।

৬/২৭/১৩
অঙ্কন বসু 


Tuesday, June 25, 2013

Betting in IPL - a short Bengali poetry


espn ইদানিংকালে ক্রিকেট লাইভ  টেলেকাস্ট করছে। বেটিং আক্রান্ত আইপিএল শেষ হতে হতেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। শেষ ভারতের মুকুট লাভে। কিন্তু একটু চিন্তা করলেই দেখা যাবে, যে  দর্শক কিছুদিন আগেই ধোনি বাবুর টিটকিরি কাটছিলেন, তারাই আবার এখন ধোনির প্রসংশায় পঞ্চমুখ।যে ভারতীয় মিডিয়া পরাক্রমে বেটিং চক্রান্ত উন্মোচিত করতে উঠে পরে লেগেছিল, তারা কিন্তু মাত্র দুইটি সপ্তাহেই ভো ভা।কেমন যেন মনে হল, ক্রিকেট থেকে রহস্সো বলিউড পৌঁছতেই যেন একগাল মাছি হয়ে গেল। শেষ যা চোখে পড়েছিল তা ছিল শিল্পা দেবীর দাবি দাওয়ার পর শিল্পা-স্বামীর অপরাধ কবুল। তার পরেই বাস্। সব স্তব্ধ।

খেলা দেখে যাচ্ছি। ভোর পাঁচটায় উঠে বিদেশে বসে লন্ডন ভূমিতে বৃষ্টিকে গালি দিচ্ছি।শিখর বাবুর বাটে আর জাদেজার জাদুতে মুগ্ধ হচ্ছি। তবু খটকা একটা থেকেই যাচ্ছে। যে অসৎ বৃক্ষ ভারতীয় ক্রিকেট দুনিয়ায় অক্লেশে শিকড় বাড়িয়েছে, তার শেষ কি আমরা পেয়ে গেছি? ধরা কি পড়ে গেছে তামাম অপরাধী? 

শুনতে পাচ্ছি শুধু টাকা নয়, খেলোয়ার দের দেয়া হত মহিলা সঙ্গিনী।দাউদ - শাকিল জুটি কলকাঠি নাড়ছিলেন, আর বিক্রি হয়ে যাচ্ছিল এক একটা প্রতিভা।এক একটা খেলার সাথে হাত বদল হচ্ছিল হাজার হাজার কোটি  টাকা। ভয় হয়, এ বুঝি কিছু বাচ্চা খেলোয়াড়ের কাজ না।ছুঁচ খুজতে গিয়ে হাতী না বেরিয়ে পড়ে।

বেটিং।

বল করেছেন শ্রী "শান্ত".
ছয় মেরে ব্যাট ক্লান্ত।
গেল গেল রব, ফোনে কলরব,
বেটিং চলছে জান্ত।

বেটিং করল শিল্পা,
এবং দ্বারা সিংহর পুত্র,
হোটেলের রাতে মহিলা সঙ্গী 
পুলিশ পেয়েছে সুত্র।

তিন খেলোয়ারে শুরু 
তাঁদের মাথায় বুকিং গুরু।
বুকির মাথায় ছোট্ট শাকিল 
দাউদ কপাল ভুরু।

মাত্র চটা বল,
অনিবার্য ফলাফল।
দোষীর শাস্তি হোক যথাযত 
খেলা হোক পরিমল।

৬/২৫/২০১৩। 
অঙ্কন বসু .

Journey Begins - Online Bangla Kobita Lekha

আজকের দিনে প্রথমবার কবিতা লেখার ব্লগ চালু করলাম। বহুদিন হল লেখালেখি ছেড়ে দিয়েছি।   তবু মাঝে মাঝে লেখার ভূত চাপে। আর সেই চাপাচাপি থেকেই শুরু করছি এই অনলাইন পাতা। ফিরে যেতে হচ্ছে সেই কাঁচা হাতের দিনে। শুরু করছি আবার সেই না শেখা, অবুঝ বালকের মতন। আসা করি আপনারা সাথে থাকবেন।


ইতি, অঙ্কন।